ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৫

Admin
January 09, 2025
2332
ট্রেন ভ্রমণ অপছন্দ করে এমন লোক পাওয়া বেজায় কঠিন। অধিকাংশেরই ভ্রমণসঙ্গী হিসেবে রেল ভ্রমণ পছন্দের তালিকায় শুরুতেই। এর প্রধান কারণ হলো রেল ভ্রমনে ঝুঁকি কম এবং রয়েছে অধিক সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা। নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমনের ফলে ভ্রমণসঙ্গী হিসেবে অধিকাংশেরই প্রিয় রেল ভ্রমণ। তাছাড়া রেল ভ্রমণের ফলে দেখা যায় অপরূপ বাংলার সোনালী ফসলের মাঠ, ঘাট চারদিকের প্রকৃতি, ভারী অপরূপ, ভারী সুন্দর - তাইতো অনেকেই বলে, আহ! রেলকে ভালোবাসি। আর তাই আজকের আমাদের এই নিবন্ধ, যারা যেতে চাচ্ছেন ঢাকা হতে রাজশাহী ট্রেনে - ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা ।
রাজশাহী হলো উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এবং সবথেকে সুন্দর বৃহত্তম নগরী। সেই সাথে রাজশাহী সমগ্র দেশের পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শহর। আপনি যদি ট্রেনে ঢাকা টু রাজশাহী যেতে চান, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা।
অনেকেই দূরপাল্লার ভ্রমণ হিসেবে ট্রেনকে বেঁচে নেন। যারা ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কিত তথ্যাদি জানতে চান, তাদের জন্য আজকের এই নিবন্ধ, আমরা এই নিবন্ধে জানবো ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এবং সেই সাথে জানবো ঢাকা টু রাজশাহী রুটে চলমান ট্রেনগুলি সম্পর্কে একটুখানি তথ্য।
রেলপথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব
রেলপথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব মোটের উপর ৩৪৩ কিলোমিটার বা ২১৩ মিটার। এটি দীর্ঘ রেল যাত্রার পথগুলোর মধ্যে একটি।
ঢাকা টু রাজশাহী ট্রেনে ভ্রমণ একটি দূরপাল্লার ভ্রমণ পথ গুলোর মধ্যে একটি। এই দীর্ঘ রেলপথে অর্থাৎ ঢাকা হতে রাজশাহী রুটে নিয়মিত মোটে ৪টি ট্রেন ভ্রমণ করে। তবে দীর্ঘ পথ হলেও ট্রেনে ঢাকা হতে রাজশাহী যেতে খুব বেশি সময় লাগে না। ৫ ঘন্টা ৩০ মিনিট সময় লাগে ঢাকা হতে রাজশাহী ট্রেনে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
ঢাকা টু রাজশাহী রুটে মোটে ৪টি ট্রেন নিয়মিত চলাচল করে। ট্রেনগুলো হলো;
- ধূমকেতু এক্সপ্রেস
- বনলতা এক্সপ্রেস
- সিল্কসিটি এক্সপ্রেস
- পদ্মা এক্সপ্রেস
এই চারখানা ট্রেন নিয়মিত ঢাকা টু রাজশাহী রুটে চলাচল করে। নিচে ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী দেয়া হলো।
একনজরে ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম | ঢাকা হতে ছাড়ার সময় | রাজশাহী পৌঁছানোর সময় | ছুটির দিন |
---|---|---|---|
ধূমকেতু এক্সপ্রেস | ভোর ৬ঃ০০ | সকাল ১১ঃ৪০ | শনিবার |
বনলতা এক্সপ্রেস | দুপুর ০১ঃ৩০ | সন্ধ্যা ০৬ঃ০৫ | শুক্রবার |
সিল্কসিটি এক্সপ্রেস | দুপুর ০২ঃ৪৫ | রাত ০৮ঃ৩৫ | রবিবার |
পদ্মা এক্সপ্রেস | রাত ১০ঃ৪৫ | মধ্যরাত ০৪ঃ২৫ | মঙ্গলবার |
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া তালিকা
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া খুব বেশি নয়। যার ফলে যেকোনো শ্রেণির মানুষ খুব সহজেই ঢাকা টু রাজশাহী ট্রেনে ভ্রমণ করতে পারে। তাইতো প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকা হতে রাজশাহীর উদ্যেশে রওয়ানা দেয় ট্রেনে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া নির্ভর করে আপনি কোন ধরনের আসনে যাবেন। আসনভেদে টিকিট মূল্য কম বেশি হয়ে থাকে। শোভন চেয়ারে টিকিট মূল্য যা, এসিতে তার থেকে বেশি। অধিকাংশেই শোভন চেয়ারে ভ্রমণ করেন।
নিচে জনপ্রতি ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া তালিকা দেয়া হলো;
আসন | ভাড়া |
---|---|
শোভন চেয়ার | ৩৪০ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ টাকা |
এসি | ৭৮২ টাকা |
এসি বার্থ | ১০২০ টাকা |