ঢাকা টু কলকাতা বাস ভাড়া ২০২৫

ঢাকা টু কলকাতা বাস ভাড়া ২০২৫
Admin January 15, 2025 387

আমাদের অনেক ভাই ও বোন ঢাকা টু কলকাতা বাস ভাড়া কত টাকা এ সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিষয়ে জানতে আগ্রহী আছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কারণ আজকের পোস্টে আমরা আলোচনা করব ঢাকা থেকে কলকাতা সড়কপথে কোন কোন বাস চলাচল করে, সময়সূচী ও ভাড়ার তালিকা সম্পর্কে ।

আমরা সচরাচর ঢাকা থেকে কলকাতা যাতায়াত করার জন্য বাস অথবা মাইক্রো ব্যবহার করি । এর মূল কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ মানুষের হাতের বাজেট অনেক কম কিন্তু অল্প সময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে চাই । মূলত ওই সকল ব্যক্তিরাই ঢাকা থেকে কলকাতা যাওয়ার জন্য বাস ব্যবহার করে থাকে।

বর্তমানে ঢাকা হতে কলকাতা সড়কপথে অসংখ্য বাস নিয়মিত চলাচল করছে। কিন্তু ওই সকল বাসগুলো থেকে আমাদের জানতে হবে কোন বাসের ভাড়া কম এবং সার্ভিস দিচ্ছে ভালো । আপনাদের সুবিধার্থে এখন ঢাকা-কলকাতা সড়কপথে চলাচলকারী সেরা কয়েকটি বাসের নাম তুলে ধরা হলো।

  • গ্রীন লাইন পরিবহন
  • সৌদিয়া পরিবহন
  • দেশ ট্রাভেলস
  • শ্যামলী পরিবহন
  • শ্যামলী এন আর ট্রাভেলস
  • সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস
  • সোহাগ পরিবহন
  • রয়েল কোচ

উপরে উল্লেখিত বাসগুলো নিয়মিত ঢাকা হতে কলকাতা সড়ক পথে চলাচল করছে । এই বাসগুলোর মধ্যে কিছু বাস এসি এবং কিছু বাস নন এসি সার্ভিস সরবরাহ করছে । এখন আমরা উপরোক্ত বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানব । আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পোস্টটি পড়তে থাকুন।

ঢাকা টু কলকাতা বাসের সময়সূচী

আপনি যদি ঢাকা টু কলকাতা বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই বাসের সময়সূচী সম্পর্কে জানা দরকার । এর মূল কারণ হচ্ছে আমরা যদি ঢাকা কলকাতা সড়ক পথে চলাচলকারী বাসের সময়সূচি সম্পর্কে জানি তাহলে সঠিক সময়ে বাস কাউন্টারে যেতে পারবো এবং পছন্দের বাস ধরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো।

বর্তমানে ঢাকা থেকে কলকাতা কিছু এসি বাস এবং কিছু নন এসি বাস নিয়মিত চলাচল করছে । এখন আমরা এসি বাস এবং নন এসি বাসের সময়সূচী সম্পর্কে জানব । আপনাদের সুবিধার্থে নিম্নে তা উল্লেখ করা হলো ।

ঢাকা টু কলকাতা এসি বাসের সময়সূচী

বাসের নাম (এসি) ছাড়ার সময়পৌঁছার সময় 
গ্রীন লাইন পরিবহনসকাল ০৭ঃ০০বিকাল ০৪ঃ০০
সৌদিয়া পরিবহনসকাল ০৮ঃ০০বিকাল ০৫ঃ০০
দেশ ট্রাভেলসসকাল ০৯ঃ০০সন্ধ্যা ০৬ঃ০০
শ্যামলী পরিবহনসকাল ১০ঃ০০রাত ০৭ঃ০০
শ্যামলী এন আর ট্রাভেলসদুপুর ০১ঃ০০রাত ০৮ঃ০০
সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলসদুপুর ০৩ঃ০০রাত ১০ঃ০০
সোহাগ পরিবহনবিকাল ০৪ঃ০০রাত ১১ঃ০০
রয়েল কোচরাত ০৮ঃ০০ভোঁর ০৫ঃ০০


গ্রীন লাইন পরিবহন – সকাল ০৭ঃ০০ টার সময় ঢাকা থেকেই এই বাসটি যাত্রা শুরু করে এবং কলকাতা গিয়ে পৌঁছায় বিকাল ০৪ঃ০০ টার সময় ।

সৌদিয়া পরিবহন – এই বাসটি ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ০৮ঃ০০ টার সময় এবং বিকাল ০৫ঃ০০ টার সময় কলকাতায় গিয়ে পৌঁছায় ।

দেশ ট্রাভেলস – সকাল ০৯ঃ০০ টার সময় ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং কলকাতা গিয়ে পৌঁছায় সন্ধ্যা ০৬ঃ০০ টার সময় ।

শ্যামলী পরিবহন – ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে সকাল ১০ঃ০০ টার সময় এবং সন্ধ্যা ০৭ঃ০০ টার সময় কলকাতা গিয়ে পৌঁছায় ।

শ্যামলী এন আর ট্রাভেলস – দুপুর ০১ঃ০০ টার সময় ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং রাত ০৮ঃ০০ টার সময় কলকাতা গিয়ে পৌঁছায় ।

সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস – দুপুর ০৩ঃ০০ টার সময় ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং রাত ১০ঃ০০ টার সময় কলকাতা গিয়ে পৌঁছায় ।

সোহাগ পরিবহন – ঢাকা থেকে বিকাল ০৪ঃ০০ টার সময় এই বাসটি যাত্রা শুরু করে এবং কলকাতায় গিয়ে পৌঁছে রাত ১১ঃ০০ টার সময় ।

রয়েল কোচ – ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে রাত ০৮ঃ০০ টার সময় এবং ভোর ০৫ঃ০০ টার সময় কলকাতা গিয়ে পৌঁছায় ।

ঢাকা টু কলকাতা নন এসি বাসের সময়সূচী

বাসের নাম (নন এসি) ছাড়ার সময়পৌঁছার সময়
দেশ ট্রাভেলসসকাল ০৯ঃ০০রাত ০৮ঃ০০
শ্যামলী পরিবহনসকাল ১০ঃ০০রাত ০৯ঃ০০
সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলসদুপুর ০২ঃ০০রাত ১১ঃ০০
সোহাগ পরিবহনবিকাল ০৫ঃ০০রাত ০২ঃ০০


দেশ ট্রাভেলস – সকাল ০৯ঃ০০ টার সময় ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং রাত ০৮ঃ০০ টার সময় কলকাতা গিয়ে পৌঁছায় ।

শ্যামলী এন আর ট্রাভেলস – এই বাসটি ঢাকা থেকে সকাল ১০ঃ০০ টার সময় যাত্রা শুরু করে এবং কলকাতা গিয়ে পৌঁছে রাত ০৯ঃ০০ টার সময় ।

সেন্টমার্টিন হেরিটেজ ট্রাভেলস – দুপুর ০২ঃ০০ টার সময় ঢাকা থেকে এই বাসটি যাত্রা শুরু করে এবং কলকাতা গিয়ে পৌঁছায় রাত ১১ঃ০০ টার সময় ।

সোহাগ পরিবহন – ঢাকা থেকে এই বাসটি বিকেল ০৫ঃ০০ টার সময় যাত্রা শুরু করে এবং রাত ০২ঃ০০ টার সময় কলকাতা গিয়ে পৌঁছায় ।

ঢাকা টু কলকাতা বাস ভাড়া

ঢাকা থেকে কলকাতা বাসে যাতায়াত করার জন্য কোন বাসের ভাড়া কত টাকা হবে তা বাসের ক্যাটাগরির উপর ভিত্তি করে হয়ে থাকে । এখানে সাধারণত দুই ধরনের বাস পাওয়া যায় । যেমনঃ এসি বাস এবং নন এসি বাস । এসি বাসের ভাড়া সাধারণত নন এসি বাসের ভাড়া থেকে তুলনামূলক বেশি হয় । এখন ঢাকা-কলকাতা কোন বাসের ভাড়া কত টাকা তা তুলে ধরা হলো ।

ঢাকা থেকে কলকাতা এসি বাসের ভাড়া

বাস নাম (এসি) বাস ভাড়া (টাকা) 
গ্রীন লাইন পরিবহন২০০০ টাকা
সৌদিয়া পরিবহন১৬৫০ টাকা
দেশ ট্রাভেলস১৬০০ টাকা
শ্যামলী পরিবহন১৯০০ টাকা
শ্যামলী এন আর ট্রাভেলস২০০০ টাকা
সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস১৬৫০ টাকা
সোহাগ পরিবহন১৮০০ টাকা
রয়েল কোচ সার্ভিস১৭৫০ টাকা


ঢাকা থেকে কলকাতা সড়ক পথে চলাচলকারী এসি বাসের ভাড়া হল যথাক্রমে গ্রীন লাইন পরিবহন ২০০০ টাকা, সৌদিয়া পরিবহন ১৬৫০ টাকা, দেশ ট্রাভেলস ১৬০০ টাকা, শ্যামলী পরিবহন ১৯০০ টাকা, শ্যামলী এন আর ট্রাভেলস ২০০০ টাকা, সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস ১৬৫০ টাকা, সোহাগ পরিবহন ১৮০০ টাকা এবং রয়েল কোচ সার্ভিস ১৭৫০ টাকা ।

ঢাকা থেকে কলকাতা নন এসি বাসের ভাড়া

বাস নাম (নন এসি) বাস ভাড়া (টাকা) 
দেশ ট্রাভেলস৮৯০ টাকা
শ্যামলী পরিবহন১৩০০ টাকা
সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস৯০০ টাকা
সোহাগ পরিবহন৮৯০ টাকা
রয়েল কোচ সার্ভিস৯০০ টাকা


ঢাকা টু কলকাতা সড়ক পথে চলাচলকারী নন এসি বাসের ভাড়া হলো যথাক্রমে দেশ ট্রাভেলস ৮৯০ টাকা, শ্যামলী পরিবহন ১৩০০ টাকা, সেন্ট মার্টিন হেরিটেজ ট্রাভেলস ৯০০ টাকা, সোহাগ পরিবহন ৮৯০ টাকা এবং রয়েল কোচ সার্ভিস ৯০০ টাকা ।

উপরে উল্লেখিত এসি বাস এবং নন এসি বাস থেকে আপনার পছন্দের বাস বাছাই করুন । অতঃপর সেই বাসের পছন্দগত টিকিট কার্টুন । তারপর ঢাকা থেকে কলকাতা যাতায়াত সম্পন্ন করুন ।