ধ দিয়ে হিন্দু মেয়েদের নাম
-6636244f84c3b.png)
Admin
May 04, 2024
860
প্রতিটি ধর্মেই তাদের বাচ্চাদের জন্য নাম রাখার জন্য নানারকম প্রথা ও ধর্মীয় আদব-কায়দা মেনে চলা হয়। তেমনি যখন হিন্দু ধর্মের মেয়েদের নাম রাখা হয় তখন অন্যরকম রীতিনীতি ও ধর্মীয় দিক বিবেচনা করে তারপরে নাম ঠিক করা হয়। নাম রাখার ক্ষেত্রে হিন্দু ধর্মের মেয়েদের জন্য দেবদেবীর নাম থেকে অনুপ্রাণিত এটা খুব স্বাভাবিক অসাধারণ একটি বিষয়। বেশির ভাগ হিন্দু মেয়েদের নাম দেখা যায় যে তাদের দেবদেবীর নামে রাখা হয়েছে।
নাম রাখার ক্ষেত্রে অনেক ভেবে চিন্তে নাম রাখার কথা সব ধর্মেই বলা হয়েছে তেমনি হিন্দু ধর্মের বড় বড় পণ্ডিতরা শিশুর নাম রাখার ক্ষেত্রে পজিটিভ মার্জিত সুন্দর নাম রাখার জন্য উৎসাহিত করেছেন। একটি নাম একটি মানুষের ব্যক্তিত্ব ও পরিচয় বহন করে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়েছে নামের সুন্দর অর্থ ও গুণাবলী মানুষ তার চরিত্র ধারণ করতে পারে কিংবা ভবিষ্যতে নামের অর্থ প্রতিফলিত হতে পারে সেই ব্যক্তির মাঝে