DBBI Student Account

DBBI Student Account
Admin January 28, 2025 80
আজকে আমরা জানবো ডাচ-বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে কত টাকা লাগে?সাধারণত ডাচ বাংলা ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে ৬০০ টাকার প্রয়োজন কিন্তু আপনি ইচ্ছা করলে একাউন্টে আবার বন্ধ করে দিতে পারেন, এবং কারেন্ট একাউন্ট অথবা এসএনডি অ্যাকাউন্ট খুলতে আপনার এ ২১০০ টাকা প্রয়োজন। এই টাকা আপনার একাউন্ট জমা থাকবে,

DBBI Student Account


DBBI Student Account এর সুবিধা
ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট এর সুবিধা হল নরমাল অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট এই ক্ষেত্রে আপনার এসএমএস ব্যাংকিং চার্জ কাটে না,ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষত্রে ও চার্জ নেই।এবং পান্ড ট্রান্সপার,ই এপ ডি, করলেও আলাদা চার্জ নাই। একাউন্ট এর বিপরীতে ডেবিট কার্ড এক বছরের জন্য ফ্রি পেয়ে যাবেন।

DBBI Student Account বিভিন্ন ফি সূমহ
ডাচ বাংলা ব্যাংকের গ্রাহকদের নিজস্ব এটিএম ব্যাবহার করলেও- এটিএম নেটওয়ার্ক ফি ২০০ টাকা, দিতে হয়। কিন্তু বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের নিজস্ব এটিএম ব্যবহার করলে এটিএম নেটওয়ার্ক ফি দিতে হয় না, আমি মনে করি এটি ডাচ বাংলা ব্যাংক একটি বড় অসুবিধা। আপনার একাউন্টের বিপরীতে কোন চেক বই নিতে পারে, আপনি চাইলে MICR চেক বইও নিতে পারে, তার জন্য ৮০-১০০ টাকার মত, চার্জ করতে পারে ডাচ বাংলা ব্যাংক। আপনি চাইলে নরমাল চেকবই, নিতে পারেন তার জন্য হয়ত চেক বইয়ের চার্জ কিছুটা কম নিবে। একাউন্ট এর বিপরীতে ডেবিট কার্ডে ১ বছরের জন্য ফ্রি দিয়ে থাকে, কিন্তু আপনি যদি কার্ডটি পরবর্তী বছরে ব্যবহার করতে চান তার জন্য চার্জ রয়েছে,

নেক্সাস কার্ডের জন্য
  • এই কার্ডটি রিনিও করাতে- ৪০০ টাকা।
  • কার্ডটি রিপ্লেসমেন্ট করাতে-৪০০ টাকা
  • কার্ডের পিন ভুলে গেলে রিসেট করতে,- ২০০ টাকা।
ব্যাংক একাউন্ট খোলার পর যে চার্জ গুলো কেটে থাকে
Dbbl student account থেকে প্রতি ৬ মাস পরপর আপনি যেসব কাজগুলো কেটে থাকে। তা নির্ভর করে আপনার একাউন্টের ব্যালেন্স উপর.
আপনার একাউন্টে যদি সর্বনিম্ন ১০ হাজার টাকা থাকে তার জন্য কোন ফি দিতে হবে না, কিন্তু দশ হাজার টাকার উপরে থাকলে, ছয় মাস পর পর ১০০ টাকা চার্জ কেটে নিয়ে যাবে।

  • ১০০০/- থেকে ২৫০০/- টাকা পর্যন্ত = ১০০/-.
  • ২৫০০০/- থেকে,২০০,০০০/-টাকা পর্যন্ত = ২০০ টাকা।
  • ২০,০০০/- টাকা-থেকে,১০ লক্ষ টাকা পর্যন্ত, ২৫০/-টাকা.
  • ১০ লক্ষ টাকার উপরে হলে, ৩০০/-টাকা, চার্য দিতে হবে কিন্তু।
DBBI Student Account বন্ধ করতে চার্জ
ডাচ বাংলা ব্যাংকের, সাধারণ সেভিং একাউন্ট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী চার্জ, আপনার কাছ থেকে কাটা হবে=২০০/-টাকা ডাচ বাংলা ব্যাংকের SND একাউন্ট বন্ধ করতে বাংলাদেশ ব্যাংকের চার্জ অনুযায়ী, আপনার কাছ থেকে কাটা হবে=৩০০ টাকা। আর তাই আপনি যে একাউন্ট খোলার সময় যে টাকা জমা দিয়েছিলেন ওই টাকা, একাউন্ট বন্ধ করার করার ফি কাটবে।