ছোট ফ্রিজের দাম
-679788fc0fffa.jpg)
Admin
January 27, 2025
210
নিশ্চয়ই আপনি ছোট ফ্রিজের দাম কত ২০২৫ সে সম্পর্কে জানতে আগ্রহী। কেননা ছোট ফ্যামিলির জন্য খাদ্যদ্রব্য রক্ষণের জন্য, সবজি, মাছ, মাংস, খাবার পানীয় ঠান্ডা রাখতে ফ্রিজের প্রচুর পরিমাণে ব্যবহার হয়। ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্রিজ অথবা যেকোনো বাসা বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে ছোট ফ্রিজ ব্যবহার অত্যন্ত সুবিধা জনক। কেননা এক স্থান থেকে অন্য স্থানে চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হলে ছোট ফ্রিজ পরিবহন করতে সুবিধা হয়।
ছোট ফ্রিজের দাম
ওয়ালটন ছোট ফ্রিজের দাম কত
ওয়ালটন আমাদের বাংলাদেশী কোম্পানি। প্রত্যেকেরই পছন্দের তালিকায় ওয়ালটন ফ্রি রয়েছে। দেশীয় পণ্য হওয়ায় দামের সস্তা মানেও ভালো। কোন সমস্যা হলেই দ্রুত সার্ভিসিং করে নেওয়া যায়। ওয়ালটনের বিভিন্ন ধরনের ছোট ফ্রিজ রয়েছে। তবে সবচাইতে ভালো ওয়ালটনের ছোট ফ্রিজ এর দাম ২৭,৯৯০টাকা।
মডেল: WFD-1B6-GDSH-XX Direct Cool, 132 Ltr, Refrigerant: R600a price: 27,990
ভিশন ছোট ফ্রিজের দাম কত
ভিশন ফ্রিজ বর্তমানে প্রচুর সংখ্যক লোক ব্যবহার করছে। এর কোম্পানি যেমন ভালো এই কোম্পানি ফ্রিজ গুলো দেখতে তেমন আকর্ষণীয়। দামে সস্তা তাই এই পেজের উপরে প্রচুরসংখ্যক ব্যক্তির রয়েছে আস্থা। ভিশন কোম্পানি ফ্রিজের সার্ভিস অত্যন্ত ভালো। এদের অধিকাংশ ফ্রিজের কমপক্ষে 12 বছরের ওয়ারেন্টি থাকে। তাই আপনি চাইলে ভীষণ ছোট ফ্রিজ কিনতে পারেন।
ভিশন ছোট ফ্রিজের দাম কত তার নির্ধারণ করে এর ক্যাপাসিটির ওপরে। ভিশনে ছোট ফ্রিজের কিছু মডেল ও দামের তালিকা দেওয়া হলঃ
মডেল: Glass Door RE-208 Liter Pink Couple Product Code: 988617, 208 Ltr, Weight 65kg, price: 29,700
এলজি ছোট ফ্রিজের দাম কত
অন্যান্য ফ্রিজ মতোই এলজিও অনেক চমৎকার একটি ব্যান্ডেড ফ্রিজ। বর্তমানে অন্যান্য ফ্রিজের তুলনায় এ ফ্রিজের দাম একটু বেশি হওয়ায় চাহিদা একটু কম। তবে আপনার পছন্দের তালিকায় যদি এলজি ফ্রিজ থাকে সেক্ষেত্রে আপনি এলজি ছোট ফ্রিজ নিতে পারেন। এলজি ছোট ফ্রিজের দাম নির্ধারণ করে এর ক্যাপাসিটির ওপর।
মডেল: Refrigerator 277 Liter Wine Crystali, 227 Ltr, Drawer, price: 44,770
কনকা ছোট ফ্রিজের দাম কত
বর্তমানে সবার পছন্দের শীর্ষে রয়েছে কনকা ফ্রি। দেখতে যেমন আকর্ষণীয় কেমন নিশ্চয়ই ও মজবুত। দীর্ঘদিন ব্যবহারিক স্থায়ী হয় বলে অনেকেই কনকা ফ্রিজকে পছন্দের শীর্ষে রেখেছেন। অন্যান্য ফ্রিজের চাইতে তুলনামূলক কনকা ফ্রিজের দাম কম। কনকা ফ্রিজের ওয়ারেন্টি ১০ বছর। আপনার বাজেট যদি কম হয় সেক্ষেত্রে ১০-১২ সেফটির মধ্যে কনকা ফ্রিজ নিতে পারেন।
কনকা ছোট ফ্রিজের দাম ৩২-৩৫ হাজার টাকা। নিচে কোনটা ছোট ফ্রিজের কয়েকটি মডেল ও দামের তালিকা দেওয়া হলঃ
মডেল: KONKA Refrigerator- KRT-165GB-3D, 165L, price: 32,340
singer ছোট ফ্রিজের দাম কত
অন্যান্য ফ্রিজের মতোই মার্কেটে সিঙ্গার প্রাইজের চাহিদা প্রচুর। singer ব্র্যান্ড টিও ভালো কোম্পানি গুলোর মধ্যে একটি। দীর্ঘদিনের প্রসিদ্ধ কোম্পানি হলো সিঙ্গার। সিঙ্গারের প্রত্যেকটি ফ্রিজ সাশ্রয়ী মূল্যের। এই ফ্রিজের দাম তেমন কম ও বেশি নয়। তাই প্রত্যেকটি ব্যক্তিরাই এই ফ্রিজগুলো কেনার মত সাধ্য রাখেন। এই ফ্রিজের সার্ভিস কোয়ালিটি অত্যন্ত ভালো।
মডেল: SINGER Top Mount Refrigerator, 157L, FTDS155-BG , Black price: 29,990