বিকাশ অফিস নাম্বার

বিকাশ অফিস নাম্বার
Admin February 18, 2024 484

প্রিয় বিকাশ গ্রাহক আসসালামু আলাইকুম আপনাদের জানাই আমার ওয়েবসাইটের স্বাগতম অভিনন্দন বাংলাদেশের সবচাইতে বেশি মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বিকাশ গ্রাহকগণ। তাই বিকাশে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় তার জন্য আমাদের বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার প্রয়োজন হয়।


সেই প্রয়োজন অনুযায়ী আজকে আমার এই আর্টিকেলের মাধ্যমে প্রকাশ করবো বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার। বিকাশ বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহৃত একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের একটি অঙ্গ প্রতিষ্ঠান বর্তমানে বিকাশ থেকে প্রতিদিন কয়েকশো কোটি টাকা লেনদেন হয়। তাহলে আর দেরি না করে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার।

বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার

বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার, বিকাশ তাদের গ্রাহক সেবা দেওয়ার জন্য তাদের অফিসিয়াল একটি নাম্বার প্রকাশ করেছে যে নাম্বারটির মাধ্যমে বিকাশের গ্রাহকগণ সেবা নিতে পারবে। একজন বিকাশের গ্রাহক এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেনের সময় সমস্যায় পড়তে পারে সেই সমস্যাটি সমাধানের জন্য বিকাশ অফিসের নাম্বারে জরুরি ভাবে কল দিয়ে সমাধান করা যায়। তাই আপনারা দেখে নিন বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার।

  • বিকাশ হেল্পলাইন ১৬২৪৭ অথবা ০২-৫৫৬৬৩০০১
  • যেকোনো রবি, গ্রামীণফোন, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক নাম্বার থেকে যোগাযোগ করা যাবে।
  • support@bkash.com এখানে ইমেইল করেও সমস্যার সমাধান পাবেন।

বিকাশ কাস্টমার কেয়ার

বিকাশ তাদের গ্রাহককে সেবা দেওয়ার জন্য সারা বাংলাদেশে অনেকগুলা বিকাশ কাস্টমার কেয়ার চালু করেছে যে কাস্টমার কেয়ার থেকে সরাসরি উপস্থিত থেকে বিকাশের সমস্ত প্রকার গ্রাহক সেবা গ্রহণ করতে পারবেন।

যদি কখনো বিকাশের নাম্বার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ার গিয়ে অভিযোগ জানাবেন। তাহলে বিকাশ আপনার অভিযোগটি গ্রহণ করে আপনার বিকাশ একাউন্টটি সুরক্ষিত রাখবে আপনাদের জন্য বিকাশ কাস্টমার কেয়ারের লিস্ট প্রকাশ করলাম।

আপনারা যারা ইন্টারনেটে বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার এবং বিকাশের কাস্টমার কেয়ারের খোঁজ করে থাকেন তারা নিম্নলিখিত পোস্ট থেকে বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার দেখে নিন।


  • ঢাকা মহাখালী বিকাশ কাস্টমার কেয়ার – এসকেএস টাওয়ার- নীচ তলা, ৭ ভি আই পি রোড, মহাখালী, ঢাকা-১২০৬।
  • ঢাকা বাংলামোটর বিকাশ কাস্টমার কেয়ার –  নাসির ট্রেড সেন্টার- দ্বিতীয় তলা, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক ঢাকা-১২০৫।
  • ঢাকা যাত্রাবাড়ী বিকাশ কাস্টমার কেয়ার – রোহামা কমপ্লেক্স- গ্রাউন্ড ফ্লোর, ৩১৪/এ/৬, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪।
  • গাজীপুর বিকাশ কাস্টমার কেয়ার – বাতেন ভবন- দ্বিতীয় তলা-  ৪৯৪ বশির সড়ক, জয়দেবপুর, গাজীপুর।
  • টাঙ্গাইল বিকাশ কাস্টমার কেয়ার – বাছেদ খান টাওয়ার- দ্বিতীয় তলা- হোল্ডিং নং ০১১৭-০০, ভিক্টোরিয়া রোড, টাঙ্গাইল।
  • ময়মনসিংহ বিকাশ কাস্টমার কেয়ার – রিভার এজ- দ্বিতীয় তলা, ১০/এ, বিশ্বেশরী দেবী রোড, ময়মনসিংহ, বুড়া পীর সাহেবের মাজারের এর বিপরীতে।
  • চট্টগ্রাম আগ্রাবাদ বিকাশ কাস্টমার কেয়ার – আগ্রাবাদ সেন্টার- ২৪৭০/এ, চৌমুহনী, নিচ তলা, শেখ মুজিব রোড, চট্টগ্রাম।
  • চট্টগ্রাম মুরাদপুর বিকাশ কাস্টমার কেয়ার – ইসলাম টাওয়ার, নীচতলা, ৫৯ সিডিএ এভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম।
  • সিলেট বিকাশ কাস্টমার কেয়ার –  জে আর টাওয়ার, দ্বিতীয় তলা, ২৩ আবাস, জেল রোড, সিলেট- ৩১০০।
  • খুলনা বিকাশ কাস্টমার কেয়ার – ইসরাক প্লাজা, দ্বিতীয় তলা, প্লটঃ ৪৩-৪৪, মজিদ সরণী, শিব বাড়ী মোড়, খুলনা।
  • বরিশাল বিকাশ কাস্টমার কেয়ার – রহমত মঞ্জিল কমপ্লেক্স, দ্বিতীয় তলা, গোরাচাঁদ দাস রোড, বটতলা, বরিশাল।
  • রংপুর বিকাশ কাস্টমার কেয়ার – এ জেড টাওয়ার, দ্বিতীয় তলা, ৩৪-৩৫ ষ্টেশন রোড, রংপুর সদর, রংপুর।
  • বগুড়া বিকাশ কাস্টমার কেয়ার – ৩২৪ ঝাউতলা, বড়গোলা, কাজী নজরুল ইসলাম রোড, বগুড়া সদর, বগুড়া।
  • রাজশাহী বিকাশ কাস্টমার কেয়ার – ৬১ চাঁদ সন্স শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, নিউ মার্কেট, বোয়ালিয়া, রাজশাহী।
  • যশোর বিকাশ কাস্টমার কেয়ার – হাসান ম্যানশন, দ্বিতীয় তলা, এম এম আলি রোড, মাইক পট্টি, যশোর।
  • কুমিল্লা বিকাশ কাস্টমার কেয়ার – রয় কমপ্লেক্স- নীচ তলা- ১১৫/২ নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা।
  • ফরিদপুর বিকাশ কাস্টমার কেয়ার –  এ এম টাওয়ার, ৩২/১/এ, দ্বিতীয় তলা, চন্দ্রকান্ত রোড, ওয়েস্ট এন্ড পাড়া, গোয়ালচামট, ফরিদপুর – ৭৮০০।

বিকাশ কাস্টমার কেয়ারের সেবার সময়সূচি

প্রতিটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় গ্রাহক সেবা দিয়ে থাকে সেই আলোকে বিকাশ অফিসে তাদের গ্রাহকদের জন্য একটি সময়সূচি নির্ধারণ করেছে যে সময়সূচি অনুযায়ী বিকাশ অফিস তাদের গ্রাহকদের সেবা দিয়ে থাকে।

আপনারা যে সকল বিকাশ গ্রাহকগণ বিকাশের সেবা নিয়ে থাকেন তারা অবশ্যই নিচের দেওয়া সময় অনুযায়ী বিকাশ কাস্টমার কেয়ার উপস্থিত হবেন।

  • নতুন তালিক অনুযায়ী বিকাশ গ্রাহক সেবা অফিস সকাল ১০:০০ ঘটিকা থেকে ০৭:০০ ঘটিকা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকে সরকারি ছুটি ব্যতীত।

কর্পোরেট অফিস এবং বাণিজ্য ভবনের ঠিকানা

বিকাশ একটি বড় প্রতিষ্ঠান সেজন্য বিকাশের একটি কর্পোরেট অফিস এবং বাণিজ্যিক ভবন আছে। তাই আপনারা যারা সরাসরি কর্পোরেট অফিস বা বাণিজ্য ভবনে যোগাযোগ করবেন তারা অবশ্যই নিচে দেওয়া ঠিকানা যোগাযোগ করুন।

  • কর্পোরেট অফিসের ঠিকানাঃ স্বাধীনতা টাওয়ার- ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট- ঢাকা ক্যান্টনমেন্ট- ঢাকা -১২০৬
  • বাণিজ্যিক ভবনের ঠিকানাঃ এসকেএস টাওয়ার- ৭ ভি আই পি রোড- মহাখালী, ঢাকা-১২০৬
  • ২৪/৭ ঘন্টা সেবা পেতে- নিচের যেকোনো মাধ্যমে বিকাশের সাথে যোগাযোগ করুন।
  • 16247 নাম্বারে কল করুন।
  • ইমেইল করুন support@bkash.com
  • লাইভ চ্যাট https://www.bkash.com/help/livechat
  • ফ্যাক্স নাম্বার ০০৮৮-০২-৯৮৯৪৯১৬

বিকাশ অভিযোগ নাম্বার

সম্মানিত বিকাশ গ্রাহকগণ আপনাদের যাদের বিভিন্ন সময় বিকাশের সমস্যা হয়ে থাকে তখন এই নাম্বারে 16247 অথবা ০২-৫৫৬৬৩০০১ নাম্বারে যোগাযোগ করুন। ৩৬৫ দিনের ২৪ ঘন্টা এই নাম্বারে আপনারা বিকাশ অফিসে অভিযোগ জানাতে পারবেন। তাই আপনাদের যদি বিকাশে কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই উপরের নাম্বার দিতে যোগাযোগ করার চেষ্টা করবেন।

বিকাশে টাকা দেখার নিয়ম

বিকাশের বিষয়ে সবারই একটা প্রশ্নই থাকে বিকাশে কিভাবে টাকা দেখে আজকে আমি আলোচনা করব সেই বিষয়টি নিয়ে। বিকাশে সাধারণত দুই ভাবে টাকা দেখা যায় এক হচ্ছে বিকাশ অ্যাপ দিয়ে দুই হচ্ছে মোবাইল ফোন থেকে বিকাশ নাম্বারে ডায়াল করে।

বিকাশে টাকা দেখার জন্য কোড ডায়াল করতে হয় বাটন ফোন বা স্মার্টফোন থেকে *২৪৭# এই নাম্বারে তারপর আপনি 9 নম্বর অপশনে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার পিন নাম্বারটি দিয়ে আপনার একাউন্টে টাকা দেখে নিবেন।

বিকাশে টাকা দেখার সবচাইতে সহজ পদ্ধতি হলো অ্যাপস এর ভিতরে ঢুকে ব্যালেন্স চেক ক্লিক করলে বিকাশের টাকা দেখা যায়। বর্তমানে এই পদ্ধতিতে সবচাইতে বেশি বিকাশের একাউন্টের ব্যালেন্স চেক করে।

সর্বশেষ কথাঃ

বিকাশ গ্রাহকদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আপনাদের একাউন্ট হ্যাক করতে বিভিন্ন জন্য বিভিন্ন রকম ভাবে কল করে পিন নাম্বার চাইবে আপনারা কখনোই কাউকে পিন নাম্বার শেয়ার করবেন না।

বিকাশ কখনো আপনার পিন নাম্বার জানতে চাইবে না কারণ বিকাশের কাছে আপনার সমস্ত তথ্য দেওয়া আছে। তাই কেউ যদি ফোন করে বা অন্য কোন ভাবে বিকাশের পিন নাম্বার চায় তাহলে অবশ্যই এড়িয়ে চলবেন।

আর সব সময় লেনদেনের ক্ষেত্রে নাম্বারটি ভালোভাবে দেখে লেনদেন করবেন বিকাশ বিষয়ে আরো কোন যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন সর্বোচ্চ চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার। তাই আপনারা যদি বিকাশ কাস্টমার কেয়ার ফোন নাম্বার সম্পর্কে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো।