বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ

বিকাশ এটিএম ক্যাশ আউট চার্জ
Admin February 01, 2025 171
এটিএম বুথ ক্যাশ আউট করতে এটিএম স্ক্রিনের নিচের দিকে বাম কোনায় থাকা ‘বিকাশ ক্যাশ আউট’ বাটনে চাপ দিয়ে পছন্দের ভাষা বেছে নিতে হবে। এরপর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এবং ক্যাশ আউটের পরিমাণ বসিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে এসএমএস এর মাধ্যমে পাওয়া ওটিপি নাম্বার দিয়ে গ্রাহকের তথ্যাদি যাচাই করে নিশ্চিত করলেই গ্রাহক টাকা পেয়ে যাবেন। টাকা এবং রিসিট গ্রহণ করার পর গ্রাহকের মোবাইলে বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে।

বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৫

বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করতে কত টাকা চার্জ লাগে তা জানেন না? তাহলে জেনে নিন বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা ২০২৫ সম্পর্কে।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের লেনদেনের সুবিধা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন সময়ে। বিকাশের ক্যাশ আউট চার্জ এখন কম। তাছাড়া প্রিয় এজেন্ট নাম্বার থেকে এখন ৫০,০০০ টাকা পর্যন্ত কম খরচে ক্যাশ আউট করা যায়। তাই ২০২৫ সালে বিকাশ ক্যাশ আউট চার্জ কত টাকা, এবং কিভাবে লেনদেন করলে সবচেয়ে কম খরচে ক্যাশ আউট করতে পারবেন সে সম্পর্কে জেনে নিন এখানে।

বিকাশ ক্যাশ আউট চার্জ কত

এজেন্ট ব্যাংকিং ও এটিএম সেবা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে বিকাশ। বিকাশের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে খুব সহজেই ক্যাশ আউট করা যায়। একজন বিকাশ গ্রাহক বিকাশের ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে কিংবা বিকাশ অ্যাপ ব্যবহার করে, এজেন্ট ও এটিএম থেকে ক্যাশ আউট করতে পারবে।

ক্যাশ আউট করার ধরন ও মাধ্যমের উপর ক্যাশ আউট চার্জ কত হবে তা নির্ভর করে। চলুন জেনে নেওয়া যাক ইউএসএসডি, অ্যাপ কিংবা এটিএম থেকে ক্যাশ আউট করলে কত হারে চার্জ প্রযোজ্য হবে:

*247# ডায়াল করে বিকাশ ক্যাশ আউট চার্জ

বিকাশের ইউএসএসডি কোড, *247# ডায়াল করে ক্যাশ আউট করলে লেনদেনের ১.৮৫% টাকা ফি দিতে হবে। অর্থাৎ আপনি যদি *247# ডায়াল করে যেকোনো এজেন্ট থেকে ১ হাজার টাকা ক্যাশ আউট করেন, তাহলে ১৮.৫ টাকা খরচ হবে।

কিন্তু আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে ইউএসএসডি কোড ডায়াল করে ক্যাশ আউট করেন, সেক্ষেত্রে লেনদেনের ১.৪৯% চার্জ দিতে হবে। হঠাৎ প্রিয় এজেন্ট নাম্বারে ইউএসএসডি কোড ডায়াল করে ১,০০০ টাকা লেনদেন করলে ১৪.৯০ টাকা ক্যাশ আউট চার্জ হিসেবে প্রযোজ্য হবে।

ইউএসএসডি কোড ডায়াল করে আপনি যদি এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে লেনদেনের ১.৪৯% বা প্রতি হাজারে ১৪.৯০ টাকা করে চার্জ কাটা হবে।

বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ

বিকাশের অ্যাপ থেকে ক্যাশ আউট করলে USSD কোড ডায়াল করে ক্যাশ আউট করার মতোই সমপরিমাণ চার্জ প্রযোজ্য হবে। এক্ষেত্রে নির্ধারিত ক্যাশ আউট ফি লেনদেনের ১.৮৫%। অর্থাৎ বিকাশ অ্যাপ ব্যবহার করে প্রতি ১ হাজার টাকা ক্যাশ আউট করলে ১৮.৫ টাকা খরচ হবে।

তবে আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করেন, তাহলে USSD কোড ডায়াল করে ক্যাশ আউট করার মতোই বিকাশ অ্যাপ থেকেও লেনদেনের ১.৪৯% চার্জ প্রযোজ্য হবে। অর্থাৎ বিকাশ অ্যাপ থেকে প্রিয় এজেন্ট নাম্বারে প্রতি ১ হাজার টাকা লেনদেন করলে ১৪.৯০ টাকা ফি দিতে হবে।

অ্যাপ থেকে প্রিয় এজেন্ট নাম্বার সেট করার জন্য বিকাশ অ্যাপে লগইন করুন। তারপর ক্যাশ আউট অপশনে ক্লিক করলে, প্রিয় এজেন্ট অ্যাড করার একটি ব্যানার দেখতে পাবেন।

এটিএম থেকে বিকাশ ক্যাশ আউট চার্জ

বিকাশ বাংলাদেশের বৃহত্তম এটিএম ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে অন্যতম। আপনার নিকটস্থ নির্দিষ্ট এটিএম বুথ থেকে বিকাশের টাকা ক্যাশ আউট করতে পারবেন কম খরচেই। বিকাশ অ্যাপ ব্যবহার করে অথবা *২৪৭# ডায়াল করে স্থানীয় যেকোনো সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও Q-Cash এর এটিএম বুথ থেকে প্রতি হাজারে ১৪.৯০ টাকা চার্জে ক্যাশ আউট করতে পারবেন। 

তবে এটিএম হতে ৩ হাজার টাকার নিচে ক্যাশ আউট করা যাবেনা। অর্থাৎ ৩ হাজার টাকার উপরে ক্যাশ আউট করলেই এটিএম থেকে কম চার্জে টাকা উত্তোলন করতে পারবেন। এটিএম থেকে বিকাশে টাকা উত্তোলন করার পদ্ধতি নিম্নরূপ:

সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও Q-Cash এই তিনটি ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করেই বিকাশের ক্যাশ আউট করা যাবে। প্রতিটি ব্যাংকের এটিএম বুথ থেকে পদ্ধতি প্রায় একই। 

প্রথমে, এটিএম ক্যাশ আউট রিকোয়েস্ট পাঠাতে হবে। এর জন্য- 

  • *247# ডায়াল করে মেন্যুতে অথবা বিকাশ অ্যাপের ড্যাশবোর্ডে যান।
  • তারপর ক্যাশ আউট অপশনে যান।
  • এবার ‘From ATM’ অপশনটি সিলেক্ট করুন। 
  • তারপর আপনার বিকাশ একাউন্টের PIN নাম্বারটি লিখুন। 
  • SMS এর মাধ্যমে আপনার মোবাইলে একটি সিকিউরিটি কোড পাঠানো হবে এবং এটি ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। কোডটি পাওয়ার পর বাকি কার্যক্রম এটিএম বুথে করতে হবে।

বিকাশ ক্যাশ আউট চার্জ 

বিকাশের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৮.৫০ টাকা। অর্থাৎ প্রতি ১,০০০ টাকা ক্যাশ আউট করার জন্য ১৮.৫০ টাকা চার্জ দিতে হবে। তবে আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বারে কিংবা এটিএম থেকে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ১৪.৯০ টাকা ক্যাশ আউট চার্জ দিতে হবে।

শেষ কথা

উপরোক্ত আলোচনায় বিকাশ ক্যাশ আউট চার্জ কত তা জানতে পারলেন। বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সম্পর্কে প্রয়োজনীয় তথ্যগুলো জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, ধন্যবাদ।