আবেদন পত্র: বেতন মওকুফের জন্য (নমুনা কপি)

আবেদন পত্র: বেতন মওকুফের জন্য (নমুনা কপি)
Admin June 18, 2024 256

মনে কর, তোমার নাম শহীদুল ইসলাম। তোমার পারিবারিক আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তুমি কলেজের বেতন দিতে পারছ না। এমতাবস্থায় তোমার বেতন মওকুফের জন্য অধ্যক্ষের কাছে একটি আবেদন পত্র লেখ।

বেতন মওকুফের জন্য আবেদন পত্র

তারিখ: ১১.২৫.২০২১
বরাবর,
অধ্যক্ষ
ঢাকা আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা।

বিষয়: বেতন মওকুফের জন্য আবেদন।

মহোদয়,
আমি আপনার কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। গত দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আমি শতকরা ৭৫ ভাগ নম্বর পেয়েছি। আশা করি, আগামী পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় স্থান অধিকার করে কলেজের সুনাম বৃদ্ধি করতে সক্ষম হব। আমার পিতা একজন দরিদ্র কৃষক বিধায় তার রোজগার দিয়ে পরিবারের ভরণ-পোষণ তথা আমার কলেজের বেতন পরিশোধ করতে একেবারেই অক্ষম।

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন, আমার দরিদ্রবস্থা বিবেচনা করে বেতন মওকুফের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগদানে বাধিন করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত
শহীদুল ইসলাম
শ্রেণি: দ্বাদশ, বিভাগ: বিজ্ঞান, রোল: ১০৫।

বিশেষ দ্রষ্টব্য: প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন করা এখন অনেকের জন্যই জরুরী। আমরা সবাই জানি, মহামারী এই করোনাভাইরাসের কারণে অনেকের অভিভাবকই কর্মহীন হয়ে পড়েছে। তাই তোমারও যদি এ ধরনের কোন সমস্যা হয়ে থাকে, তাহলে করোনাকালীন সময়ে বেতন মওকুফের জন্য আবেদন পত্র তৈরি করতে পারো।